হতাশ জেনিফার অ্যানিস্টোন

0

লোকসমাজ ডেস্ক॥ হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোন বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে হতাশ ও ক্লান্ত হয়ে পড়েছেন। এই ভাইরাসকে তিনি এবার বিদায় হতে বলেছেন তার নিজস্ব ভঙ্গিতে। ‘ফ্রেন্ডস’ খ্যাত এ তারকা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের একটি ছবি প্রকাশ্যে আনেন। সেখানে তাকে কোনো কিছুর প্রতি রাগান্বিত হয়ে মধ্যমা প্রদর্শন করতে দেখা যায়। সেটা যে করোনাভাইরাসের প্রতি, তা স্পষ্ট। ‘প্রিয় কোভিড, দয়া করে এবার বিদায় হও… ধন্যবাদ, বিদায়’-এমনটাই ক্যাপশনে লিখেন তিনি। জেনিফার অ্যানিস্টোন যে খুবই বিরক্ত ও রেগে আছেন, তা তার ইমো দেখলেও বোঝা যাচ্ছে। ডাইনিং টেবিলে বসা জেনিফারের চুল এ সময় পনিটেইল স্টাইলে বাঁধা ছিল।
মার্কিন এ তারকার পরনে ছিল ধূসর রঙের স্পোর্টিং টপ ও কমলা রঙের প্যান্ট। ছবিটি এখন পর্যন্ত ৮০ লাখের বেশি লাইক সংগ্রহ করেছে। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৮ হাজারের বেশি মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি মারা গেছে নিউ ইয়র্কে। দেশটিতে এ যাবৎ মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লাখ।