ছাত্রদল যশোর সদর উপজেলার নেতাকর্মীরা ধান কেটে দিলেন কৃষকের

0

স্টাফ রিপোর্টার॥ ছাত্রদল যশোর সদর উপজেলা শাখার নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিয়েছেন এক কৃষকের। গতকাল সকাল থেকে তারা কাশিমপুর ইউনিয়নের নুরপুর গ্রামের রেজাউল ইসলামের এক বিঘা জমির পাকা ধান কেটে দেন। এসময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা ছাত্রদল নেতা পিকুল হাসান, কাশিমপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রাব্বি হোসেন প্রমূখ।