শ্যামনগরে গাবুরায় পাউবো’র বেড়িবাঁধে ভাঙন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় চারিদিকে বিশাল খোলপেটুয়া ও কবাতক্ষ নদী বেষ্টিত গাবুরা ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙনে ইউনিয়ন বাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়া হলেও টেকশই কোন বাঁধ নির্মাণ করা হয়নি এমন অভিযোগ স্থানীয়দের। অপরদিকে বাজেট না থাকায় টেকসই বেড়িবাঁধ নির্মান করা সম্ভব হচ্ছে না পাউবো কর্তৃপক্ষের অভিমত।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, দূর্যোগপূর্ণ মৌসুমের শুরুতেই নদীতে উত্তাল জোয়ার ও বাতাসে ঢেউয়ের আঘাতে বাঁধে ভাঙন শুরু হয়েছে। এটা যেন চলমান প্রক্রিয়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কাজের কাজ কিছুই হয়নি। বরং তাদের দীর্ঘ সূত্রিতার কারণে নদী ভাঙন ক্রমশ প্রকট আকার ধারন করছে। ইউনিয়নের পাশ্বেমারী টেকের হাটখোলা থেকে নাপিতখালী পর্যন্ত ২০০ ফুটব্যাপী পাউবো বাঁধ ইতোমধ্যে কপোতক্ষ নদীতে ধসে পড়েছে। যে কোন মুহূর্তে ক্ষতিগ্রস্থ স্থান সম্পূর্ন বিলিন হয়ে সমগ্র ইউনিয়ন প্লাবিত হয়ে জানমালের ব্যাপক ক্ষয় ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাছাড়া গাবুরা ইউনিয়ন বেষ্টিত ৩০ দশমিক ৫০০ কিলোমিটার পাউবো বেড়িবাঁধের ১৫ কিলোমিটার ঝুকিপূর্ণ এবং ৫ কিলোমিটার অধিক ঝুকিপূর্ণ। বর্ষা মৌসুমের আগে ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। এ বিষয়ে শ্যামনগর উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) মোঃ রাশিদুর রহমান বলেন, বরাদ্দ পেতে দেরি হচ্ছে। যথা শিগগির ভাঙ্গনকুলে কাজ শুরু হবে।