লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩, বাড়িঘর ভাঙচুর-লুট

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ার পল্লীতে জমিজমা নিয়ে বিরোধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় হামলায় তিনজন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানারচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে ছায়মানারচর গ্রামে মশিয়ার খান ও হিরু মোল্যা গ্রুপের মধ্যে জমাজমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ইফতারের পরপরই ছায়মানারচর গ্রামের হিরু মোল্যা, নেপুর মোল্যা, সালাম মোল্যা, ঝানু মোল্যা, জিল্লু মোল্যা, হাসিব মোল্যা, টুকু মোল্যা, আবুল মোল্যা, পান্নু মোল্যা, রাজা মোল্যা, উজির সরদার, সাহিদার সরদার, লুৎফর সরদারসহ ৫০/৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এসময় তারা অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করে। ক্ষতিগ্রস্থরা জানান, প্রতিপক্ষের লোকজন প্রায় ৫ লাখ নগদ টাকাসহ স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। তারা বাড়িঘরের পাশাপাশি মোটরসাইকেল, ফ্রিজ, শোকেস, ড্রেসিং টেবিল ইত্যাদিও ভাঙচুর করেছে। এসময় ধারালো অস্ত্রের কোপে ছায়মানারচর গ্রামের মো. আব্দুল্লার ছেলে সোহেল (২০), আতিক খার ছেলে রাকিব (১২), মন্ডলবাগ গ্রামের সাবু মোল্যা (৪০) আহত হন। এদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানা পুলিশের ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।