বাঁকড়ায় দুস্থদের মাঝে বিএনপির খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ধারাবাহিক খাদ্যসামগ্রী বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার সকালে বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুরে ১২০টি দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি। এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক হারুণ অর রশীদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বিএসএম আলী আকবার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মুরাদুন্নবী মুরাদ, যুগ্ম-আহবায়ক আরমান হোসেন কাকন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আমিরুল ইসলাম, বিএনপি নেতা আছির উদ্দিন, নুর মোহাম্মদ, হাজী মতিয়ার রহমান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জামির হোসেন, নির্বাসখোলা ইউনিয়ন যুবদলের নেতা কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা আরাফাত কল্লোল, আমিনুর ইসলাম, আশিকুজ্জামান টিটো প্রমুখ।