মাগুরার ৩ পুলিশ সদস্য ১ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আক্রান্ত ৪ জন

0

মাগুরা সংবাদদাতা॥ মাগুরায় আরও চার জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে, যাদের তিন জন পুলিশ সদস্য ও একজন স্বাস্থ্যকর্মী। মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, আক্রান্ত তিন পুলিশ সদস্য হলেন শালিখা থানার কনস্টেবল। এদের মধ্যে একজন নারী রায়েছেন। অন্য আক্রান্ত ব্যক্তি হলেন মহম্মহপুর উপজেলার একজন সহকারী স্বাস্থ্য পরির্দক। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৫ হলো বলে জানান তিনি।
সিভিল সার্জনিআরও জানান, এ পর্যন্ত পরীার জন্য মাগুরা জেলা থেকে সহেন্দভাজন ৩৫০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে; ফলাফল পাওয়া গেছে ২৯৯ জনের। সর্বশেষ গত ১০ মে ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীার জন্য ল্যাবে পাঠানো হয়; যার মধ্যে ১২ মে সকালে পওয়া ফলাফলে চার জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, কোয়ারেন্টিনে থাকা শালিখা থানার আক্রান্ত তিন পুলিশ সদস্যকে মাগুরা পুলিশ লাইনসে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।