রাশিয়ায় একদিনে ১০ হাজারের বেশি করোনা আক্রান্ত শনাক্ত

0

লোকসমাজ ডেস্ক॥ অপ্রতিরোধ্য গতিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে রাশিয়ায়। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় সেখানে ১০ হাজার ৮৯৯ জন মানুষের মধ্যে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যায় স্পেন, যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে দেশটি। বর্তমানে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ হয়ে উঠেছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির হিসাব অনুসারে, বর্তমানে বিশ্বে করোনার প্রাদুর্ভাব দেখা গেছে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা অবধি সেখানে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮০ হাজারের বেশি মানুষ। নিশ্চিত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৯৩৬ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩২ হাজার ৭৩৩ জন।
নতুন আক্রান্তের হিসাবে, রাশিয়ায় এখন অবধি করোনা সংক্রমণ ধরা পড়েছে ২ লাখ ৩২ হাজার ২৪৩ জন মানুষের মধ্যে।
আক্রান্তের হিসাবে অন্যান্য দেশের তুলনায় ভাইরাসটির মৃত্যুহার কম। এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ২ হাজার ১১৬ জন করোনা রোগী। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ হাজারের বেশি মানুষ।
এদিকে, আক্রান্তের হিসাবে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকে স্পেনে করোনা ধরা পড়েছে ২ লাখ ২৭ হাজার ৪৩৬ জনের মধ্যে। সরকারি কর্মকর্তারা জানান, এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫৯৪ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৭৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৭৬ জন।