পাইকগাছায় প্রয়াত তুষার ঢালীর স্ত্রীকে অনুদান দিল ব্রিটিশ টোব্যাকো

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ পাইকগাছার খড়িয়া লেবুবুনিয়া গ্রামের প্রয়াত তুষার ঢালীর বিধবা স্ত্রীর হাতে টোব্যাকো কোম্পানি থেকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা করা হয়েছে। তুষার ঢালী টোব্যাকো কোম্পানিতে চাকরি করা অবস্থায় গত ২০ মার্চ স্ট্রোক করে মারা যান। এ ব্যাপারে লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন ব্রিটিশ টোব্যাকো সাতীরা জেলা কার্যালয়ে যোগাযোগ করেন এবং তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের জন্য বলেন। তারা বিষয়টি আমলে নিয়ে কোম্পানি ১ লাখ টাকা চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। সোমবার দুপুরে চেয়ারম্যান তুহিন তুষারের স্ত্রী রিংকু ঢালীকে ওই টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত ইউপি সদস্য মিনতী রাণী মিস্ত্রী, প্যানেল চেয়ারম্যান তাজউদ্দীন, হাসানুজ্জামান, প্রকাশ মন্ডল, অরবিন্দু মন্ডল।