করোনা উপসর্গ নিয়ে মেহেরপুরে এক তরুণের মৃত্যু

0

মেহেরপুর সংবাদদাতা॥ করোনা উপসর্গ নিয়ে মেহেরপুরের গাংনীতে ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়িতে মৃত্যু হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। মৃত তরুণ গাংনী উপজেলার আজান গ্রামের ছেলে।
মৃতের আত্মীয় শেফালী খাতুন জানান, সে গত কয়েকদিন যাবত ঠাণ্ডা জ্বর ও কাশিতে ভুগছিল। গাংনী থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, সীমিত সংখ্যক মুসল্লী নিয়ে জানাজা পড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া জানাযা স্থলে পুলিশও উপস্থিত ছিল। গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার রিয়াজুল আলম জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীার ফলাফল হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।