খুলনায় নমুনা দিয়ে ঢাকায় ফিরে যাওয়া নারীর করোনা শনাক্ত

0

খুলনা ব্যুরো॥ রোববার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৭২টি নমুনা পরীা করা হয়েছে। এর মধ্যে দুটি পজেটিভ রেজাল্ট এসেছে। পজেটিভ হওয়া দুটি নমুনা দুই নারীর। এরা বাগেরহাটের কচুয়া উপজেলা ও খুলনার দিঘলিয়ার বাসিন্দা। দিঘলিয়ার নারী খুলনা মেডিকেল কলেজ হাসপতালের ফু কর্নারে এসে নমুনা দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন। তার বিষয়ে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান কিছু জানেন না। খোঁজ নিয়ে জানা যায়, ৩১ বছর বয়সী ওই নারী স্বামীকে নিয়ে শনিবার ভোরে পিকাপ ভ্যানযোগে দিঘলিয়া সেনহাটির একটি বাড়িতে এসেছিলেন। পরে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফু কর্নারে গিয়ে করোনা পরীার জন্য নমুনা দিয়ে বেলা ১১টার দিকে আবার ঢাকায় ফিরে যান। তার এক আত্মীয় জানিয়েছেন, ওই নারী কয়েকদিন চেষ্টা করেও ঢাকায় পরীা করাতে ব্যর্থ হয়ে খুলনায়ে আসেন। এখানে পরীা করিয়ে আবার ঢাকায় চলে যান তিনি। কর্মসূত্রে ওই নারী রাজধানীর কামরাঙ্গীচরে বসবাস করেন। সেখানে একটি চুড়ি তৈরির কারখানায় কাজ করেন তিনি। তবে বাগেরহাটের করোনা আক্রান্ত নারী সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি।