যশোরে ভার্চুয়াল আদালতের কার্যক্রমে অংশ না নেয়ার সিদ্ধান্ত আইনজীবীদের

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের আইনজীবীরা ভার্চুয়াল আদালতের সিস্টেম সম্পর্কে প্রস্তুত নন। এ কারণে তারা ভার্চুয়াল আদালতের কার্যক্রমে অংশ নিবেন না বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতির ১ নম্বর সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, যশোরের ৯৯ ভাগ আইনজীবীই ভার্চুয়াল আদালত সম্পর্কে অবগত নন। বারের এমনও আইনজীবী আছেন, যারা বাটন মোবাইল ফোনসেটও ভালোভাবে চালাতে পারেন না। সেখানে এন্ড্রয়েড মোবাইল ফোনসেট এবং ইন্টারনেট ব্যবহার তো তাদের কাছে স্বপ্নের ব্যাপার। এসব আইনজীবী হঠাৎ করে কীভাবে ভার্চুয়াল আদালতের সিস্টেম বুঝবেন বলে বক্তারা প্রশ্ন তোলেন। তবে তারা সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ বিষয়টি নিয়ে আইনজীবীদের অনেক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, আবু মোর্তজা ছোট, শাহানুর আলম শাহীনসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর বলেন, তারা সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও ভার্চুয়াল আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন না। কারণ, সমিতির সদস্যরা এসব বিষয়ে অনভিজ্ঞ। এ বিষয়ে তিনি নিজে মোবাইল ফোনে আইনমন্ত্রী, হাইকোর্টের রেজিস্টার জেনারেল ও যশোরের জেলা জজকে অবগত করেছেন।