সরকারি অনুদান: বাফুফের তালিকায় ২০০ ফুটবলার

0

লোকসমাজ ডেস্ক॥ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের অসহায় ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আপাতত করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ১ হাজার ক্রীড়াবিদের প্রত্যেককে দেওয়া হবে ১০ হাজার টাকা। মন্ত্রণালয়ের আওতাভুক্ত সব ফেডারেশনের খেলোয়াড়ই আছেন এই তালিকায়। তবে বাফুফের অধীনে থাকা ফুটবলাররা অগ্রাধিকার পাচ্ছেন।
আপাতত বাফুফে থেকে ২০০ ফুটবলারের নাম যাচ্ছে মন্ত্রণালয়ে। এর মধ্যে প্রতিটি জেলা থেকে ৩ জন করে ফুটবলার থাকছেন। এছাড়া থাকছে মেয়েদের ফুটবলের একটি অংশও।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ২০০ ফুটবলারের তালিকা করেছি। যদিও মন্ত্রণালয় থেকে হয়তো এত বেশি খেলোয়াড়কে সাহায্য নাও করা হতে পারে। তারপরও যত বেশি খেলোয়াড়কে সাহায্য করা যায়, ততই ভালো। অসহায় যারা আছেন তাদের তালিকাই আমরা করেছি।’