বিশ্বে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত এখন রাশিয়ায়, একদিনে রেকর্ড সাড়ে ১১ হাজার আক্রান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ রাশিয়ায় একদিনে রেকর্ড ১১ হাজার ৬৫৬ জন কোভিড নাইন্টিনে আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে। এরফলে দেশটি এখন বিশ্বে মহামারিতে আক্রান্ত দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে চলে এসেছে। আক্রান্তের সংখ্যায় ছাড়িয়ে গেছে ইতালি ও বৃটেনকেও। কোভিড নাইন্টিন হঠাৎ করেই ভয়াবহ অবস্থা ধারণ করেছে রাশিয়ায়। এ নিয়ে জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের কথা রয়েছে প্রেসিডেন্ট পুতিনের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, রাশিয়ায় কোভিড নাইন্টিনে মোট শনাক্ত হয়েছে ২ লাখ ২১ হাজার। এর থেকে বেশি আক্রান্ত হয়েছে শুধু স্পেন ও যুক্তরাষ্ট্রেই। রাশিয়া বিশ্বের সবথেকে বড় রাষ্ট্র।
দেশটির মোট আক্রান্তের অর্ধেকের বেশিই রাজধানী মস্কোতে। নিহতেরও বেশিরভাগই এ শহরেই। গত ২৪ ঘন্টায় শুধু মস্কোতেই আক্রান্ত হয়েছেন ৬,১৬৯ জন। শহরটিতে মোট আক্রান্ত প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ।
এছাড়া, গত ২৫ ঘন্টায় দেশটিতে মহামারিতে প্রাণ হারিয়েছেন ৯৪ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল। ইউরোপের দেশগুলোর মধ্যে সবথেকে কম মৃত্যুহার এখন রাশিয়ায়। তবে অবস্থা দ্রুত খারাপ হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। মস্কোতে ইতিমধ্যে গত বছরের এপ্রিলের তুলনায় ১৮ ভাগ মানুষ বেশি মারা গেছেন। প্রথম দিকে সংক্রমণ একেবারেই ধীরগতিতে শুরু হয় রাশিয়ায়। ইউরোপের অন্য দেশগুলোতে যখন প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছিল তখনো সংক্রমণের প্রাথমিক অবস্থায় ছিল রাশিয়া। তবে গত দু সপ্তাহে রাতারাতি অবস্থা খারাপ হয়ে গেছে দেশটিতে।