ব্যস্ততাকে ছুটি দিয়ে ফুরফুরে মেজাজে কারিনা

0

লোকসমাজ ডেস্ক॥ বর্তমান পরিস্থিতিতে থমকে আছে পৃথিবী। আর এর সঙ্গে তাল মিলিয়ে বন্ধ রয়েছে সব ধরনের শুটিং। তাই সেলিব্রেটিরা নানাভাবে অনাকাঙ্ক্ষিত এই অবসর কাটানোর চেষ্টা করছেন। কেউ এই সময়ে ঘরের কাজ করছেন অথবা নতুন সিনেমার চিত্রনাট্য পড়ছেন অনেকে।
তবে এই সময়ে ব্যস্ততাকে ছুটি দিয়ে একদম ফুরফুরে মেজাজে রয়েছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। পরিবারের সঙ্গে সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কারিনার ঘনিষ্ঠ এক সূত্র।
সূত্রের দাবি, কারিনা পরিষ্কার জানিয়ে দিয়েছেন নতুন চিত্রনাট্য শুনবেন না। যদিও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নতুন আইডিয়া নিয়ে আলোচনা করছেন, তবে নতুন প্রজেক্ট নিয়ে কোনো সবুজ সংকেত দেননি। বর্তমানে কারিনা পুরোপুরি ছুটির আমেজে রয়েছেন।
ভারতে করোনার বিশেষ পরিস্থিতি শুরুর আগে লাল সিং চাড্ডা সিনেমার শুটিং করছিলেন কারিনা। পরিস্থিতি স্বাভাবিক হলে এই সিনেমার শুটিং শুরু হবে। এরপর করন জোহরের ‘তখত’ সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেত্রী।