চৌগাছা হাসপাতালের অপারেশন থিয়েটার পাঁচদিন পর আবার চালু

0

স্টাফ রিপোর্টার ও সংবাদদাতা, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি) পাঁচ দিন পর চালু করা হয়েছে। গতকাল বরিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার।
গত মাসের শেষ সপ্তাহে হাসপাতালে ভর্তি এক গর্ভবর্তী নারীর শরীরে করোনা ভাইরাসের সক্রমন ধরা পড়ে। ২৮ এপ্রিল ওই গর্ভবতীর সংস্পর্শে আসা প্রসূতি বিভাগের তিন সেবিকার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর ওই নারীর সংস্পর্শে আসা গাইনি চিকিৎসক ডাঃ হাবিবা সিদ্দিকা ফোয়ারাকেও কোয়ারেন্টিনে পাঠানো হয়। ৫ মে হাসপাতালের আরও দু চিকিৎসক করোনা আক্রান্ত হলে হাসপাতালের ওটি বন্ধ হয়ে যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার বলেন, সিকিৎসক কোয়ারেন্টিনে থাকায় আমরা বিশেষ ব্যবস্থা করেছিলাম। কিন্তু রোগী না থাকায় অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ ছিল। রবিবার ডাঃ হাবিবা সিদ্দিকা ফোয়ারা কোয়ারেন্টিন থেকে ফিরে দুজন প্রসূতিকে সিজার করেছেন। এসময় এনেস্থেশিয়ার ডাঃ ফাতিমা তার সাথে ছিলেন। রবিবার হতে আগের মতই ওটি চালু থাকবে বলে তিনি জানিয়েছেন।