খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র জরুরি সভা অনুষ্ঠিত

0

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি॥ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র জরুরি সভা রবিবার বেলা ১২ টায় ফুলবাড়ীগেটস্থ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভার শুরুতে থানা এলাকার বর্ষীয়ান সাংবাদিক শেখ আনছার আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয় । সভায় সাংবাদিকরা গত ৬ মে যোগিপোল ইউনিয়ন পরিষদের সামনে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরণের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয় । এছাড়া সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনকালে এ ধরনের ঘটনার পৃনরাবৃত্তি ঘটলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সোচ্চার হওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করবে। খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হাফেজ আহম্মেদ সরকারের পরিচালনায় ঊক্তৃতা করেন সহ- সাধারণ সম্পাদক মুক্তি মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেক, কোষাধ্যক্ষ গাজী মাকুল উদ্দীন , মিহির রঞ্জন বিশ্বাস, রবিউল ইসলাম , কাজী আজাদুর রহমান হিরোক , খানজাহান আলী থানা প্রেস ক্লাবের মোশারেফ হাওলাদার ও মোঃ মনিরুল ইসলাম প্রমুখ