যুক্তরাষ্ট্রে চাঙ্গা হয়েছে সাপ্তাহিক বাজার

0

লোকসমাজ ডেস্ক॥ যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সাপ্তাহিক দামে চাঙ্গা ভাব দেখা গেছে। শুক্রবার শেষ হওয়া সপ্তাহে জ্বালানি পণ্যটির গড় দাম আগের সপ্তাহের তুলনায় সর্বোচ্চ ৩৩ শতাংশ বেড়েছে। এর মধ্য দিয়ে টানা দুই সপ্তাহ ধরে চাঙ্গা রয়েছে মার্কিন জ্বালানি তেলের বাজার। মূলত গত সপ্তাহে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের সক্রিয় কূপের সংখ্যা রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় দাম বাড়তে শুরু করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য চলমান লকডাউন শিথিল করার পরিকল্পনা করেছে। এতে চাহিদা বৃদ্ধির সম্ভাবনা থেকে দাম বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের। খবর রয়টার্স ও ব্লুমবার্গ।
সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের গড় দাম দাঁড়িয়েছে ৩০ ডলার ৯৭ সেন্টে, যা আগের সপ্তাহের তুলনায় ১৮ শতাংশ বেশি। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে ওয়েস্টটেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম বেড়েছে ৩৩ শতাংশ। সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের গড় দাম দাঁড়িয়েছে ২৪ ডলার ৭৪ সেন্টে।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী সক্রিয় কূপের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৭৪, যা আগের সপ্তাহের তুলনায় ৩৪টি কম। দেশটির ইতিহাসে গত ৮০ বছরের মধ্যে এটাই সক্রিয় কূপের সর্বনিম্ন সংখ্যা। এ তথ্য প্রকাশের পর পরই চাঙ্গা হতে শুরু করে জ্বালানি তেলের বাজার। একই সঙ্গে বিভিন্ন অঙ্গরাজ্যের লকডাউন শিথিলের পরিকল্পনা জ্বালানি পণ্যটির মূল্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।