কাঁচা পাট সংকটের শঙ্কায় খুলনা অঞ্চলের ৯টি রাষ্ট্রায়ত্ত পাটকল

0

লোকসমাজ ডেস্ক॥ মৌসুমে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পর্যাপ্ত কাঁচা পাট ক্রয় ও মজুদ করতে পারেনি। এমনকি বিভিন্ন সময়ে শ্রমিকরা পাট খাতে অর্থ বরাদ্দ, বকেয়া মজুরিসহ ১১ দফা নিয়ে আন্দোলন করে। তবে মজুরি সমস্যার সমাধান হলে আন্দোলন থেমে যায়। কিন্তু পাট খাতে অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। আর এ কারণে মিলগুলো ধুঁকে ধুঁকেই চলতে থাকে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এক মাস পাটকল বন্ধ থাকার পর চালু করা হলে মিলগুলোতে মজুদ পাট সংকটের চিত্র ফুটে ওঠে। এর মধ্যে খুলনার স্টার ও প্লাটিনাম জুট মিলে পাটের সংকট প্রকট। এখানে পাট সংগ্রহ করেই প্রতিদিনের উৎপাদন চালু রাখা হচ্ছে। আর অন্যান্য পাটকলে এক মাস উৎপাদন চালিয়ে রাখার মতো পাট মজুদ রয়েছে।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা অঞ্চলের লিয়াজোঁ কর্মকর্তা বনিজ উদ্দিন মিঞা বলেন, করোনায় বন্ধ থাকার কারণে মিলগুলো যথাযথভাবে পাট কিনতে পারেনি। এ কারণে এখন মিলগুলো চালু হলেও প্রয়োজনীয় উৎপাদন করতে পারছে না। কাঁচা পাট সংকটের কারণে বর্তমানে মিলগুলোতে উৎপাদন এক-তৃতীয়াংশে নেমে এসেছে।
বিজেএমসি সূত্র জানায়, খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলে প্রতিদিন পাটজাত পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৭২ দশমিক ১৭ টন। সেখানে উৎপাদন হচ্ছে মাত্র ৮০ টন। এর মধ্যে দৈনিক কার্পেটিং জুট মিলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৬৮ টন, ক্রিসেন্ট জুট মিলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৭০ দশমিক ৫০ টন, দৌলতপুর জুট মিলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০ দশমিক ১১ টন, ইস্টার্ন জুট মিলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৩৪ টন, যশোর জুট ইন্ডাস্ট্রিজে (জেজেআই) উৎপাদনের লক্ষ্যমাত্রা ২২ দশমিক ২০ টন, খালিশপুর জুট মিলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪৭ দশমিক ৫০ টন, প্লাটিনাম জুবিলি জুট মিলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০ দশমিক ৫৪ টন, স্টার জুট মিলের উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩৬ দশমিক ৮০ টন, আলীম জুট মিলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০ দশমিক ৫০ টন।
সময়মতো প্রয়োজনীয় কাঁচা পাট কিনতে না পারার কারণে মিলগুলোর উৎপাদনে সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন শ্রমিক নেতারাও। প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, পাটকলগুলো আর্থিক সংকটে থাকায় শ্রমিকরা কাজ করেও নিয়মিত মজুরি পাচ্ছেন না। আর এ কারণেই আন্দোলন করতে হয়েছে। শ্রমিকরা কেবল মজুরি নিয়েই আন্দোলন করেন না। পাট খাতে অর্থ বরাদ্দ নিয়েও আন্দোলন করেন। কিন্তু সুফল মিলছে না।
আর ক্রিসেন্ট জুট মিলের সিবিএ নেতা মো. মুরাদ হোসেন বলেন, এ মুহূর্তে ঝুঁকি সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা মিলের উৎপাদন চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় কাঁচা পাটের জোগান ঠিক রাখাটা জরুরি।
প্লাটিনাম জুট মিলের প্রকল্প প্রধান মো. গোলাম রব্বানী বলেন, শ্রমিকরা কাজে যোগদানের সঙ্গে সঙ্গেই কাঁচা পাট ক্রয়ের বিষয়টি চিন্তায় নিতে হয়েছে। কারণ কাঁচা পাট না থাকলে শ্রমিকরা কাজ করতে পারবেন না। মিলে সপ্তাহখানেকের পাট মজুদ আছে। তাই কাঁচা পাট কেনার ওপর জোর দিতে হচ্ছে।
স্টার জুট মিলের প্রকল্প প্রধান রইজ উদ্দিন আহম্মেদও জানান, করোনার প্রভাবের মধ্যে মিল বন্ধ থাকায় পাট মজুদের বিষয়টি ভাবনায় ছিল না। এখন প্রয়োজনীয় কাঁচা পাট ক্রয় করার মাধ্যমে মিলে উৎপাদন চালু রাখা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, পাট মৌসুমে মিলগুলো ভালো মানের যে পাট ২ হাজার ১০০ টাকা দরে ক্রয় করত, তা এখন পাওয়া যাচ্ছে না। এখন পাওয়া যাচ্ছে ক্রস পাট। যেটি মৌসুমে ১ হাজার ৯৫০ টাকা দরে বিক্রি হতো। কিন্তু এখন করোনা পরিস্থিতির কারণে পাট রফতানি বন্ধ। তাই এ ধরনের পাটের দর ১ হাজার ৮০০ টাকায় নেমে এসেছে। মিলগুলো এখন এই পাট ক্রয় করেই উৎপাদন চালিয়ে রাখার চেষ্টা করছে।
ক্রিসেন্ট জুট মিলের প্রকল্পপ্রধান খান মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, তার মিলে জুন পর্যন্ত উৎপাদন চালিয়ে রাখার মতো পাট মজুদ আছে। এখন আরো কিছু পাট কেনা হবে। যা দিয়ে আগামী জুলাই পর্যন্ত উৎপাদন চলতে পারে। এরপর নতুন পাট এসে যাবে।