আরেক দফা ঢাকা ছাড়ছেন ব্রিটিশরা, ফিরবেন ১০০ বাংলাদেশি

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের প্রকোপের মধ্যে আরেক দফা ঢাকা ছাড়ছেন বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকরা। বিশেষ চার্টার্ড ফ্লাইট তাদের নিয়ে ঢাকা থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টার যাবে। করোনা সংক্রমণের মধ্যে এ নিয়ে দশ দফায় ঢাকা থেকে দেশে ফিরছেন ব্রিটিশরা। ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস সূত্র রোববার (১০ মে) এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, এ জন্য সকালে বেসরকারি এয়ারলাইনন্স নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে সিলেট থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ৫৮ ব্রিটিশ নাগরিককে ঢাকায় আনা হয়েছে। এর সঙ্গে ঢাকায় থেকে বাড়তি যাত্রী যোগ হবে। তবে মোট কতজন ঢাকা ছাড়ছেন এখনো জানা যায়নি। এর আগে সর্বশেষ ৭ মে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছিল ব্রিটিশরা। তার আগে ১, ৩ ও ৫ মে আরও তিন দফায় তারা দেশে ফিরেন। গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য তাদের ২৬৪ জন নাগরিককে দেশে ফেরার সুযোগ করে দেয়। এরপর ২৩ এপ্রিল আরও ১৭৭ নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়। গত ২৫ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৭১ নাগরিক দেশে ফিরে যান। গত ২৬ এপ্রিল বিশেষ ফ্লাইটে ১৬৮ নাগরিক দেশে ফিরে যান। ২৯ এপ্রিল বিশেষ ফ্লাইটে ২১০ ব্রিটিশ নাগরিক দেশে ফিরেছেন। এদিকে, দেশটিতে আটকে পড়া ১০০ বাংলাদেশি শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ নাগরিকদের ঢাকা থেকে নিয়ে যাওয়া বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। বিশেষ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিয়ে আসবে।