মালয়েশিয়ায় লকডাউন বাড়লো আরো চার সপ্তাহ

0

লোকসমাজ ডেস্ক॥করোনাভাইরাস মহামারিতে সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে লকডাউনের সময়সীমা আরো চার সপ্তাহ ৯ জুন পর্যন্ত বাড়ালো মালয়েশিয়ার সরকার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এ সপ্তাহের শুরুতে শর্তসাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয় সরকার। দুই মাস দোকানপাট বন্ধ থাকার পর ধীরে ধীরে অর্থনৈতিক খাত আবার সচলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
চতুর্থ দফার বর্তমান লকডাউন ১২ মে শেষ হওয়ার কথা। তার দুই দিন আগে আরো প্রায় এক মাসের জন্য মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) বা লকডাউন বাড়ালেন মালয়েশিয়ার প্রধামনমন্ত্রী মুহিইদ্দিন ইয়াসিন। আগামী ৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে পঞ্চম দফার লকডাউন। এই সময় পর্যন্ত সবাইকে পরিচ্ছন্ন থাকতে এবং সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার স্থানীয় সময় দুপুরে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ইয়াসিন। এ পর্যন্ত করোনায় মালয়েশিয়ায় আক্রান্ত ৬ হাজার ৫৮৯ জন এবং মৃত্যু ১০৮ জনের।