বকচরে চোর বিলাল-লিটনের আস্তানায় ডিবি পুলিশের অভিযান, ট্রাক উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বকচর হুশতলায় আলোচিত চোর বিল্লাল-লিটন গংয়ের আস্তানায় গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একটি ট্রাক উদ্ধার করেছে ডিবি পুলিশ। ওই ট্রাকের মালিক মনিরামপুরের এক ব্যক্তি। চোর বিল্লাল-লিটন গং ভাড়ায় ব্যবহারের কথা বলে ট্রাকটি এনে আটকে রেখেছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মাগরিব নামাজের পর ডিবি পুলিশের একটি টিম বকচর হুশতলায় অভিযান চালায়। এ সময় হুশতলার ঢোকার রাস্তার পাশে রেখে দেয়া একটি ট্রাক (যশোর-ট-১১-৩৭০৩) ডিবি পুলিশ উদ্ধার করে নিয়ে যায়। বকচর হুশতলা এলাকার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি ট্রাকটি চালিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যান।
স্থানীয় একটি সূত্র জানায়, ওই ট্রাকের মালিক মনিরামপুরের জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি। করোনায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণের কাজে ব্যবহারের কথা বলে দৈনিক ৩ হাজার টাকা ভাড়া দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ট্রাকটি নিয়ে আসেন পরিবহন শ্রমিক নেতা মিন্টু গাজীর খালাতো ভাই লিটন পাটোয়ারী এবং একই এলাকার বিল্লাল ওরফে চোর বিলাল। জাহাঙ্গীর হোসেন তাদের পূর্ব পরিচিত। গত ১ মে ট্রাকটি তার কাছ থেকে নিয়ে এলেও অদ্যাবধি তাকে ভাড়া পরিশোধ করেননি তারা। শুধু তাই নয়, তার কাছ থেকে তারা কৌশলে ট্রাকের কাগজপত্র হাতিয়ে নিয়েছেন। বকচরে নিয়ে আসার পর চোর বিল্লাল ও লিটন নাসিম ও শফিকুলের কাছে ট্রাক ভাড়া দেয়। অপরদিকে ট্রাকের মালিক ভাড়া না পেয়ে গাড়ি ফেরত দাবি করলে চোর বিল্লাল ও লিটন তাকে হুমকি দেয়া শুরু করে। এই দুজন পরিবহন শ্রমিক নেতা মিন্টু গাজীর লোক হওয়ায় তার কাছে নালিশ করেও কোন ফল পাননি জাহাঙ্গীর হোসেন। তবে এরই মধ্যে মিন্টু গাজী গুলিতে আহত এবং চোর বিল্লাল গুলির ঘটনায় আটক হওয়ায় এই সুযোগে ট্রাকটি উদ্ধারের জন্য জাহাঙ্গীর হোসেন ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন। তারই অভিযোগের প্রেক্ষিতে ডিবি পুলিশ ট্রাকটি উদ্ধার করে। ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মদ জানান, ভাড়ায় নিয়ে আসার পর বিল্লাল ও লিটন ট্রাকটি আর ফেরত দেয়নি। ভাড়াও ঠিকমতো পরিশোধ করতো না। এ কারণে ট্রাক মালিক তাদের কাছে অভিযোগ দিয়েছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে তারা ট্রাকটি উদ্ধার করে নিয়ে যান। এদিকে স্থানীয়রা জানান, পরিবহন শ্রমিক নেতা মিন্টু গাজীর প্রশ্রয়ে একটি চক্র বকচরে চোরাই গাড়ি বিকিকিনির সাথে জড়িত। বকচরে এরা চোরাই গাড়ি বিকিকিনি সিন্ডিকেট হিসেবে পরিচিত। চোর বিল্লাল এবং লিটন পাটোয়ারীসহ আরো বেশ কয়েকজন রয়েছেন এই সিন্ডিকেটের সাথে। অপর একটি সূত্র জানায়, কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণের কথা বলে বকচর হুশতলা এলাকার অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাঁদাবাজিও করেছে বিল্লাল-লিটন গং। এই চাঁদাবাজির টাকায় মাত্র কয়েক বস্তা চাল কিনে তারা ত্রাণ বিতরণ করতে চেয়েছিলেন। লিটন পাটোয়ারীর বাড়িতে এই টাকায় কেনা ২০ বস্তা চাল রয়েছে। চাঁদাবাজির বাকি টাকা তারা আত্মসাত করেছেন বলে সূত্রটির দাবি।