যশোরে হোটেল শ্রমিকদের অর্থ সহায়তা দিল ইউনিয়ন

0

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন যশোর জেলা কমিটির পক্ষ থেকে কর্মহীন হোটেল শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। এ পর্যায়ে ৭২ জন শ্রমিককে সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আইয়ুব হোসেন, প্রচার সম্পাদক আতিকুর রহমান জিহাদ, সদর থানার সভাপতি হেমায়েত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সহ-সভাপতি মজিবর রহমান খান মহারাজ, সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস প্রমুখ। নেতৃবৃন্দ শ্রমিকদের সহায়তায় শহরের শ্রমিক বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। একই সাথে নেতৃবৃন্দ বলেন, মালিক ও বিভিন্ন কর্তৃপক্ষের কাছে আবেদন-নিবেদন ও অনুনয়-বিনয় করেও তেমন কোনো সুফল আসছে না। আমরা যশোর শহরে অবস্থানরত ৬৪৪ জন শ্রমিকের তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছি। জেলা প্রশাসন ১০০ প্যাকেট ত্রাণ ছাড়া আর কিছু দেয়নি। ইউনিয়ন গত দুই দিনসহ আজ পর্যন্ত ১২৬জন শ্রমিককে আমাদের সংগ্রহ থেকে সহায়তা দিয়েছি। আরো কিছু শ্রমিককে সহায়তার প্রচেষ্টা রয়েছে। বিজ্ঞপ্তি