ঝিনাইদহে চিকিৎসকসহআরও চারজনের করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহে নতুন করে চিকিৎসকসহ আরও ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে পাঠানো ৪৭ টি নমুনার ফলাফলে ৪ টিতে পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে সদর হাসপাতালের ১ জন মেডিকেল অফিসার, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ১ জন সেবিকা এবং কোটচাঁদপুর উপজেলায় রিকশা চালক বাবা ও ছেলে রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৭ জনে, যার মধ্যে ৯ জন চিকিৎসকসহ ২১ জন স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছেন।