পথচারীদের ইফতার দেন কলেজছাত্রী সিথি

0

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ করোনার প্রভাবে বিপাকে পড়া রোজাদার পথচারীদের মাঝে নিজ হাতে তৈরি ইফতার বিতরণ করেন দিনাত জাহান সিথি নামে এক কলেজছাত্রী। তিনি ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও জেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক। এবারের রমজানে রোজাদার পথচারীদের জন্য ইফতারের উদ্যোগ নিয়ে ঝিনাইদহে আলোচনায় আসেন তিনি। রমজানের প্রথম থেকে তিনি শহরের মুজিব চত্বর, পায়রা চত্বর, পুরাতন ডিসি কোর্ট হামদহ ও আরাপপুরসহ বিভিন্ন স্থানে ইজিবাইকচালক, রিকশাচালক, ভ্যানচালক ও পথচারীদের মাঝে ইফতারি বিতরণ করেন। দিনাত জাহান সিথি বলেন, লেখা পড়ার খরচ বাঁচিয়ে সেখান থেকে টাকা বাঁচিয়ে করোনার কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় অসচ্ছল নিম্ন আয়ের মানুষকে তিনি ইফতার করাচ্ছেন। এ আয়োজন চলবে শেষ রমজান পর্যন্ত।