ফুলবাড়ীগেটে যশোর-খুলনা সড়কে সিপিবির মানববন্ধন

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ করোনা ভাইরাসে কর্মহীন হতদরদ্রের মাঝে ত্রাণসামগ্রী নিয়মিতভাবে বিতরণ, সকল কর্মহীন মানুষকে বিনামূল্যে রেশন প্রদান ও গরিবের ত্রাণ চুরি করা বন্ধ করতে হবে। ত্রাণ চোরদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে। শ্রমিক কৃষকের বিনামূল্যে স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, ত্রাণ বিতরণে দলীয়করণ ও দুর্নীতি বন্ধ করতে হবে। ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি বন্ধ করার দাবীতে ৯ মে শনিবার সকাল ১০টায় ফুলবাড়ীগেট খুলনা-যশোর মহাসড়কে খানজাহান আলী থানা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তৃতা করেন আব্দুর রহমান মোল্লা, গাজী আফজাল হোসেন,জাহাঙ্গীর হোসেন, আফজাল হোসেন, সিরাজুল ইসলাম, আশরাফ হোসেন প্রমুখ।