করোনা ধরা পড়লো আতলেতিকো ডিফেন্ডারের

0

লোকসমাজ ডেস্ক॥ কাতালান এক রেডিও দাবি করেছিল, স্প্যানিশ ফুটবলের পাঁচ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত। যার মধ্যে নাকি লা লিগা ক্লাবের তিন খেলোয়াড়ও আছে! তখন থেকেই ফিসফাস, সেই তিনজন কারা? স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের খবরে জানা গেল একজনের নাম। করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ধরা পড়েছে আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার রেনান লোদির। অনুশীলনের অনুমতি পেয়েছে লা লিগার ক্লাবগুলো। আতলেতিকোও শুরু করতে যাচ্ছে অনুশীলন, তার আগে বুধবার হয়েছে দলের সবার করোনা পরীক্ষা। সেখানে লোদির করোনা শনাক্ত হওয়ার খবর দিয়েছে এএস। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিকটির দাবি, গত মার্চেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের শরীরে। তবে গত সপ্তাহে প্রথমবার করোনা পরীক্ষা হয়েছে তার। আর সেখানেই জানা গেছে তিনি ‘পজিটিভ’।
আতলেতিকোর ৯ খেলোয়াড়ের ‘নেগিটিভ’ ফল এলেও তাদের রয়েছে অ্যান্টিবডি। যদিও তাদের সবার অনুশীলনের অনুমতি মিলেছে। তবে লোদিকে এখন থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টিনে। বুধবার পরীক্ষার পর শুক্রবার জানা যায় ফল, ব্রাজিলিয়ান ডিফেন্ডারের উপসর্গ না থাকলেও রেজাল্ট ‘পজিটিভ’ এসেছে। কোয়াররেন্টিন শেষ করে আবারও তার পরীক্ষা করা হবে এবং ফল দেখে মিলবে সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি। মার্চের শুরুর দিকে লোদির শরীরে লক্ষণ দেখা গিয়েছিল। শরীর খারাপ লাগায় একদিন পরই তিনি ক্লাবকে বিষয়টি জানান। আতলেতিকোও তার বাড়িতে ডাক্তার পাঠায়। সে সময় শ্বাসকষ্ট থাকলেও তার পরীক্ষা করা হয়নি। ২২ বছর বয়সী এই তরুণের ওপর এবারের মৌসুমে ডিয়েগো সিমিওনে খুবই আস্থা রেখেছেন। লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন লোদি।