মার্কিন গোয়েন্দা সংস্থার ১১ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

0

লোকসমাজ ডেস্ক॥ মার্কিন গোয়েন্দা সংস্থার ১১ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের নথির বরাত দিয়ে ইয়াহু নিউজ সম্প্রতি এ তথ্য জানিয়েছে। এমন সময় এই বিষয়টি জানা গেলো যখন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রেস সচিব এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা ইভাঙ্কার ব্যক্তিগত সহকারি করোনায় আক্রান্ত হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউএস সিক্রেট সার্ভিসের ১১ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন এবং আরও ৬০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনায় আক্রান্ত হওয়া কর্মকর্তারা হোয়াইট হাউজে কাজ করতেন কিনা কিংবা তারা প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সংস্পর্শে গিয়েছিলেন কিনা তা জানা যায়নি। অবশ্য ট্রাম্প ও পেন্সের নিয়মিত করোনা পরীক্ষা চলছে। তাদের কারোই কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসেনি। ইউএস সিক্রেট সার্ভিসের মুখপাত্র জাস্টিন হুইলান জানিয়েছেন, সংস্থাটি সেন্টারর্স ফর ডিজিজ কন্ট্রোলের দেওয়া গাইড লাইন মেনে চলছে। তিনি বলেন, ‘আমাদের কর্মীদের স্বাস্থ্যগত তথ্য সুরক্ষায় ও নিরাপত্তা কার্যক্রমের জন্য সিক্রেট সার্ভিস তার কোভিড-১৯ এ আক্রান্ত কর্মীদের সংখ্যা প্রকাশ করছে না কিংবা এর কত জন কর্মী কোয়ারেন্টাইনে ছিল বা আছে সে তথ্যও প্রকাশ করছে না।’