যশোরে এক কিশোরসহ আরও তিন জনের করোনা শনাক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবে পরীা করে এই অঞ্চলের আরও ১৪টি নমুনা করোনা পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে যশোর ও মাগুরার তিনটি করে এবং চুয়াডাঙ্গার আটটি নমুনা রয়েছে। সিভিল সার্জন অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা.রেহনেওয়াজ জানান, যশোরে শনাক্ত এ তিনজনের নমুনা যশোর জেনারেল হাসপাতাল থেকে সংগ্রহ করা হয়। তারা হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীণ ছিলেন। এর মধ্যে এক জন ১৪ বছরের কিশোর রয়েছে। অন্য দুই জন হচ্ছেন শহরের ষষ্টীতলাপাড়ার ৮৪ বছরের এক বৃদ্ধ ও সদর উপজেলার চানপাড়া গ্রামের ২৪ বছরের এক যুবক। বৃদ্ধকে যশোর টিবি হাসপাতালে স্থাপিত করোনা হাসপাতালে নেয়া হয়েছে। অপরদিকে অন্য দুই জনের আবেদনের প্রেেিত তাদের বাড়িতে আইসোলেশনে থাকার অনুমতি দেয়া হয়েছে।
যবিপ্রবি’রজেনোম সেন্টারে দায়িত্বরত গবেষক ড. শিরিন আক্তার বলেছেন, বৃহস্পতিবার এই ল্যাবে ৫৮টি নমুনা পরীা করা হয়। এর মধ্যে যশোর জেলার ১৪টি নমুনার মধ্যে তিনটি, মাগুরার ১৬টি নমুনার মধ্যে তিনটি এবং চুয়াডাঙ্গার ২৮টি নমুনার মধ্যে আটটিকে পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। বাদবাকি ৪৪টি নমুনা নেগেটিভ রেজাল্ট দিয়েছে। এই বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীার জন্য বৃহস্পতিবার চার জেলার মোট ১০৭টি নমুনা এসেছিল। এর মধ্যে ঝিনাইদহের কোনো নমুনার পরীা সম্পন্ন হয়নি। বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের সহকারী পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ বলেন, বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়। সেই কারণে সব নমুনা পরীা করা যায়নি। বিশেষ করে ঝিনাইদহের নমুনাগুলোর ফলাফল চূড়ান্ত করা যায়নি। তিনি জানান, তাদের ল্যাবে জেনারেটর সাপোর্ট আছে। কিন্তু এসি-সহ বড় মেশিনগুলোকে সাপোর্ট দিতে পারে না জেনারেটরগুলো। তাই ১০৭টির মধ্যে ৫৮টি নমুনার ফল দেওয়া সম্ভব হয়েছে। তবে অন্য নমুনাগুলোর প্রথম পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের এই চেয়ারম্যান।