বাংলাদেশ থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে ভারত

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বিধিনিষেধ থাকায় বাংলাদেশে আটকেপড়া নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত সরকার। গতকাল শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ বিমান ছেড়ে গেছে। শ্রীনগরের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার এই ফাইটে প্রথম দফায় ১৭০ শিার্থীকে ফেরত নেওয়া হয়েছে। প্রথম পর্বের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়ার আরও ছয়টি বিমান ভারতীয় নাগরিকদেরকে আগামী ১২ এবং ১৩ মে শ্রীনগরে, ৯ এবং ১১ মে দিল্লিতে, ১০ মে মুম্বাইয়ে এবং ১৪ মে চেন্নাইয়ে বহন করবে।
শ্রীনগরের উদ্দেশে ছেড়ে যাওয়া প্রথম ফাইট ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিার্থীদের বহন করা হয়েছে। প্রথম দফায় বাংলাদেশ ছাড়ার সময় বিমানবন্দরে উপস্থিত হয়ে নিজ দেশের নাগরিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। ঈদের আগে তরুণ এসব শিার্থীরা তাদের বাড়ি যেতে পারছেন বলে বিশেষভাবে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। বাংলাদেশ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও মালদ্বীপসহ বিভিন্ন দেশ থেকে নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে ভারত সরকার।