‘এসকেএফ স্যাম্পলই জমা দেয়নি, বাজারজাত করার সুযোগ নেই’

0

লোকসমাজ ডেস্ক॥ এসকেএফ ফার্মাসিউটিক্যালস করোনা চিকিৎসায় কার্যকর রেমডিসিভির ওষুধ তৈরি করেছে এবং বাজারজাত করার প্রস্তুতি নিয়েছে বলে খবর বের হলেও কোম্পানিটির এ ওষুধের কোনো স্যাম্পল ঔষধ প্রশাসন অধিদপ্তরে জমা পড়েনি। অধিদপ্তর এ ধরনের কোনো ওষুধ বাজারজাতকরণের অনুমোদনও দেয়নি এসকেএফকে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর সালাহ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে আটটি কোম্পানি এ ওষুধটি নিয়ে কাজ করছে। এরমধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস তাদের স্যাম্পল আমাদের কাছে জমা দিয়েছে। আর কোনো প্রতিষ্ঠান কোনো স্যাম্পল জমা দেয়নি। তিনি বলেন, স্যাম্পল জমা দেয়ার পরই চেক করে আমরা বাজারজাতকরণের অনুমতি দিয়ে থাকি। এসকেএফ কোনো স্যাম্পল জমা দেয়নি। তাদের আমরা বাজারজাতকরণের অনুমতিও দেইনি। এ নিয়ে যে খবর বেরিয়েছে তা ঠিক নয়। আর আমরা এ ওষুধটি সেভাবে ওপেন বাজারে দিবোও না। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শেই তা ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত, রেমডিসিভির হলো রক্তে পৌঁছানোর একটি ইঞ্জেকশন। এর উদ্ভাবক যুক্তরাষ্ট্রের গিলিয়াড সায়েন্সেস। সেখানকার এফডিএ গত সপ্তাহে এটাকে কোভিড-১৯ বা করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে সবচেয়ে ভাল চিকিৎসার মধ্যে অন্যতম বলে ছাড়পত্র দিয়েছে। জাপানও এরইমধ্যে এ ওষুধটি অনুমোদন দিয়েছে। রেমডিসিভিরের প্যাটেন্টের একচেটিয়া অধিকার রয়েছে গিলিয়াড সাইয়েন্সেসের। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য আইন অনুযায়ী, বাংলাদেশসহ জাতিসংঘ-স্বীকৃত স্বল্পোন্নত দেশগুলো এসব প্যাটেন্ট অগ্রাহ্য করে ওষুধ প্রস্তুত করতে পারে।