রাকুলের হাতে কী?

0

লোকসমাজ ডেস্ক॥ জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও অভিনয় করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এই অভিনেত্রীর হাতে কিছু বোতল দেখা যায়। মাইক্রোব্লগিং সাইট টুইটারে কেআরকে বক্স অফিস নামের একটি অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার দেওয়া হয়েছে। এর ক্যাপশনে লেখা রয়েছে, ‘লকডাউনের মধ্যে রাকুল কী কিনছেন? তিনি কী অ্যালকোহল কিনছেন?’
এই টুইটের পরিপ্রেক্ষিতে রাকুল প্রীত লিখেছেন, ‘ওহ অসাধারণ! আমি জানতামই না আজকাল ওষুধের দোকানেও মদ বিক্রি হয়।’ লকডাউানের এই সময় ঘরে বসেই পার করছেন রাকুল। কয়েকদিন আগে ইনস্টগ্রামে একটি ভিডিও পোস্ট করেন এই অভিনেত্রী। এতে দেখা যায়, ভাইয়ের সঙ্গে নানা ইনডোর গেম খেলায় তিনি। বর্তমানে ভারতে সকল প্রকার শুটিং বন্ধ। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো কাজে ফিরবেন রাকুল। তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এর মধ্যে হিন্দি ভাষার থ্যাংক গড, অ্যাটাক, তামিল ভাষার আয়ালান, ইন্ডিয়ান টু ইত্যাদি।