ফোন নম্বর সংগ্রহসহ পোশাককর্মীদের কোয়ারেন্টিনে রাখার নির্দেশ

0

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা করোনাভাইরাসের হটস্পট। এসব জেলা থেকে যেন কেউ বাইরে না যান এবং বাইরের কেউ না আসেন সেটি নিশ্চিত করতে প্রশাসনকে বলা হয়েছে। পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে এলাকায় ফিরে যাওয়া পোশাককর্মীদের তালিকা তৈরি করে হোম কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা দেওয়া হয়। সকল জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের কাছে পাঠানো চিঠিতে আরো বলা হয়, তিন জেলা থেকে বিভিন্ন জেলায় যাওয়া পোশাককর্মীদের ঠিকানা ও যোগাযোগের নম্বর (মোবাইল নম্বর) সহ তালিকা প্রণয়ন করে নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করতে হবে।
এর আগে গত ৩ মে সচিবালয়ে করোনা পরিস্থিতির মধ্যে পোশাক কারখানাসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তখন তিনি বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর এ তিন জেলা করোনাভাইরাসের হটস্পট। এ এলাকাগুলোকে বিশেষভাবে দেখতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। যেসব শ্রমিক ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে চলে এসেছেন, করোনা সংক্রমণ না কমা পর্যন্ত তাদের এখানেই থাকতে হবে। এসব জেলা থেকে যেন কেউ বাইরে না যান এবং বাইরের আর কেউ না প্রবেশ করতে পারেন, সেটি নিশ্চিত করতে প্রশাসনকে বলা হয়েছে। পোশাক শিল্পের স্বাস্থ্যবিধি মনিটর করতে আলাদা কমিটি হবে। প্রতিটি ফ্যাক্টরিতে একটি করে মেডিকেল টিম থাকবে বলে জানান তিনি।