করোনা মোকাবিলায় আরও ৫০ কোটি ডলার ঋণ এডিবি’র

0

লোকসমাজ ডেস্ক॥ মহামারি করোনাভাইরাসের সংকট মোকাবিলায় বাংলাদেশকে আরও ৫০ কোটি মার্কিন ডলার (৪ হাজার ২৫০ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার (০৭ মে) ফিলিপাইনের ম্যানিলায় সংস্থাটির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এডিবি করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বাস্থ্য ও অর্থনীতি খাতে দুই হাজার কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহযোগিতার অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ ঋণ অনুমোদন করেছে।
এডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোটা-বিশ্ব এখন একটি ক্রান্তিকাল পার করছে। নভেল করোনাভাইরাসের কারণে মানবজাতির জীবন ও অস্তিত্ব হুমকির সম্মুখীন। তাই স্বাস্থ্যখাতের জরুরি সেবা ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন করা হয়েছে। এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, আমরা জানি না এই সংকট কতদিন থাকবে এবং তা বিশ্ব অর্থনীতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করবে। তারপরেও সম্ভাব্য অর্থনৈতিক নেতিবাচক প্রভাব মোকাবিলায় এডিবি কাজ করে যাচ্ছে। এর আগে গত ২৮ মার্চ করোনা মোকাবিলায় জরুরিভিত্তিতে ২ কোটি ৫৫ লাখ টাকা (৩ লাখ মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয় এডিবি। দ্বিতীয় দফায় ৩০ এপ্রিল প্রায় ৮৫০ কোটি টাকা (১০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ অনুমোদন দেয়।