ঝিকরগাছায় সাবেক ইউপি সদস্যের পরিবারের পক্ষথেকে খাদ্য সামগ্রী বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ চলমান করোনা পরিস্থিতিতে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের সাবেক সদস্য নবিছদ্দিনের পরিবারের পক্ষথেকে প্রায় ৩ শতাধিক কর্মহীন দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক মেম্বার নবিছদ্দিনের ভাইপো (আমেরিকা প্রবাসী) আসাদুজ্জামানের অর্থায়নে মঙ্গলবার সকালে সামাজিক ও শারিরিক দুরত্ব বজায় রাখতে পানিসারাস্থ তার নিজগ্রামে বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন, দুস্থ অসহায় পরিবারের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, এক লিটার তেল, ২ কেজি আলু, এক কেজি ছোলা, এক কেজি চিড়া, এক প্যাকেট (৫০০ গ্রাম) মুড়িসহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তার চাচাতো ভাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (খুলনার) রিসার্চ অফিসার মোঃ কামরুজ্জামান ও হাসানুজ্জামান। চলমান পরিস্থিতিতে তাদের পরিবারের পক্ষথেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছিল বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (খুলনার) রিসার্চ অফিসার মোঃ কামরুজ্জামান জানিয়েছেন।