যশোরে প্রেরণা ফাউন্ডেশনের হ্যান্ড স্যানিটাইজার “শুদ্ধ” বিতরণ

0

দেশব্যাপী করোনাভাইরাস বা (কোভিড-১৯) এর বিস্তার ও সংক্রমন রোধে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের অর্থায়নে পরিচালিত অমুনাফভোগী সমাজসেবা মূলক প্রতিষ্ঠান প্রেরণা ফাউন্ডেশনের মাধ্যমে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার- “শুদ্ধ” বিতরণ করা হয়েছে।

দেশে করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ইতিমধ্যেই সরকারের বিভিন্ন দপ্তরে এই সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এরই অংশ হিসাবে যশোর জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং যশোর কোতয়ালী থানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো যশোরের জেলার পরিবেশক মেসার্স আজিজুর রহমান এন্ড কো: এর পক্ষ থেকে প্রেরণা ফাউন্ডেশন এর হ্যান্ড স্যানিটাইজার শুদ্ধ বিতরণ করা হয়েছে।


গত সোমবার করোনাভাইরাসের সংক্রমন থেকে নিজেদের সচেতন রাখতে ও বিরত থাকতে সুরক্ষা সামগ্রী বিতরন করেন মেসার্স আজিজুর রহমান এন্ড কো: এর সত্বাধীকারি জনাব আজিজুর রহমান। প্রেরণা ফাউন্ডেশনের হ্যান্ড স্যানিটাইজার “শুদ্ধ” যশোর জেলা প্রশাসক জনাব শফিউল আরিফের কাছে হস্তান্তার করেন জেনারেল ম্যানেজার মজিবুর রহমান। এছাড়া যশোর জেলা পুলিশ সুপার জনাব মইনুল হক এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুজ্জামাকেও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, মেসার্স আজিজুর রহমান এন্ড কো: এর সত্বাধীকারি জনাব আজিজুর রহমান দেশে করোনা ভাইরাসের সংক্রমন দেখা দিলে মাঠ পর্যায়ে পন্য বিপননকারী কর্মীদের মাঝেও সুরক্ষা সামগ্রী ও ত্রানসামগ্রী বিতরণ করেছেন।