যশোরে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা পর্যন্ত চল্লিশ শতাংশ ভাড়া নেবেন মেস মালিকরা

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, গত ১ এপ্রিল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো না খোলা পর্যন্ত শিক্ষার্থীদের মেসগুলোতে শতকরা চলিশ ভাগ ভাড়া নেয়া হবে। বাকি ষাট ভাগ মওকুফ করবেন বাড়ির মালিকরা। গতকাল যশোর সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা প্রশাসনের সাথে এক সভায় বাড়ির মালিকদের প্রতি এ অনুরোধ জানানো হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানি, প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনডিসি প্রিতম সাহা, সহকারী কমিশনার তানজিলা আকতার। বাড়ির মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্য সুলতান আহমেদ, সহকারী অধ্যাপক হামিদুর রহমান, মোশারফ হোসেন প্রমুখ। আলোচনাকালে বাড়ির মালিকরা প্রথম দিকে নিজেদের ব্যাংক ঋণসহ বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরলেও পরে প্রশাসনের প্রস্তাবে সহমত পোষণ করেন।