লোহাগড়ায় ভ্যান চালক পরিবারের পাশে হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন

0

শিমুল হাসান,লোহাগড়া (নড়াইল) ॥ নড়াইলের লোহাগড়ায় হৃদরোগে আক্রান্ত চরম অসহায় এক ভ্যান চালক পরিবারের পাশে দাঁড়িয়েছে হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন। রবিবার(৩মে) বিকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে হৃদরোগে আক্রান্ত দরিদ্র ইনামুলের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সূত্র জানায়, লোহাগড়ার দিঘলিয়াস্থ ফাউন্ডেশনের কার্যালয় চত্বরে অসুস্থ ইনামলের স্ত্রী রেশমা বেগমের কাছে ৩০ কেজি চাল, ২ কেজি ডাল, ২লিঃ তেল, ৫ কেজি আটা, ১কেজি চিনি, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১টি হরলিকস, ২টি সাবান প্রদান করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুর রহমান হিলু এ খাদ্য সহায়তা প্রদান করেন। ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও আওয়ামী লীগ নেতা সরদার আব্দুল হাই, লোহাগড়া পৌর প্রেস কাবের সভাপতি শিমুল হাসান, মোঃ কামাল মোল্যা, শেখ কামাল, মোঃ লিখন মিয়া এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের নুরুল শেখের ছেলে ভ্যান চালক ইনামুল শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে অসহায় জীবণযাপন করছেন। তিনটি সন্তান ও স্ত্রীকে নিয়ে চরম অসহায় অবস্থা পরিবারটির। নেই কোন জমি। ভ্যান চালক এনামুলের মা ছমিরন নেছা বলেন, আমার ছেলে চলাচল করতে পারেনা। সংসার চালানোর কোন উপায় নাই। এই অসহায় অবস্থায় হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশন পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সহযোগিতা আমাদের বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। হাজী গোলাম রসুল-পলাশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিশিষ্ট সমাজসেবক মুক্ত রহমান বলেন, আমরা সবসময়ই অসহায় দরিদ্রদের পাশে আছি, থাকবো। মানবসেবা অব্যাহত রাখবো।