কেশবপুরে সন্ত্রাসী হামলা-ভাংচুর-লুটপাট: আহত ৪, আটক ১

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে পুর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা মারপিট, ভাংচুর ও লুটপটের ঘটনা ঘটেছে। হামলায় গৃহবধুসহ চার জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা দায়ের করেছেন আহত হুমায়ুন কবীর। কেশবপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার আসামি মাসুদুজ্জামান ওরফে মাসুম বিল্লাহকে (৩৮) আটক করেছে। আটককৃতকে শনিবার পুলিশ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের মৃত আব্দুর রশীদ সরদারের ছেলে হুমায়ুন কবীরের সাথে একই গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে সেলিম রেজা মনির সাথে টাকা পয়সা নিয়ে লেন দেন ছিলো। এ টাকার বিষয়ে গত ৯ ডিসেম্বও ২০১৮ ইং তারিখে সেলিম রেজা তাকে অগ্রণী ব্যাঙ্ক প্রতাপপুর শাখার একটি চেক প্রদান করে ৩লাখ ২০ হাজার টাকার। সে চেকের টাকা আনতে গেলে চেকে টাকা না থাকায় ব্যাঙ্ক কর্র্তপক্ষ গত ১৯ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে চেকটি ডিজ অনার করে দেয়। এক পর্যায়ে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ অতিরিক্ত আদালত( অর্থঋণ) যশোরে চেক ডিজ অনার মামলা করেন হুমায়ুন কবীর। যার নম্বর এস সি ১৪৯৪/১৯। এ মামলার জের ধরে সেলিম রেজা মনির নের্তৃত্বে তার ভাই মাসুদুর রহমান ওরফে মাসুম বিল্লাহ, হাদীউজজ্জামান, শাহিদুজজ্জামান,একই গ্রামের ফারুকুজ্জামানের ছেলে শহিদুজ্জামান ১ মে শুক্রবার বিকাল ৫ টার সময় দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হুমায়ুন কবীরের বাড়ির ভিতর বাঁশের লাঠি লোহার রড,সাবল নিয়ে প্রবেশ কওে অশ্লিল ভাষায় গারিগালাজ করতে থাকলে হুমায়ুন কবীর প্রতিবাদ করলে তারা হুমায়ুন কবীর, তার ছেলে মেহেরব হোসেন (১৮) তার ভাই আসাদুজ্জামন মুকুল(৫২) ও হুমায়ুন কবীওে স্ত্রী মোছা হাফিজা বেগমকে মারপিট সহ শ্লীলতাহানী প্রচেষ্টা সহ তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তারা বাড়ির ভিতর প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। প্রতিবেশিরা আহতাবস্থায় তাদের উদ্ধার করে। আহতরা স্থানীয় চিকিৎসকের চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় সন্ধ্যায় আহত হুমায়ুন কবীর থানায় ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার এক নম্বর আসামি মাসুদুজ্জামান ওরফে মাসুমবিল্লাহ (৩৮)কে আটক করেন। মামলার বাদী হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, চেক ডিজ অনার মামলা দায়ের করার পর সেলিম রেজা মণি তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দফতরে মিথ্যা মামলা ও অভিযোগ করিয়ে হয়রানি করে চলেছে। থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দীন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাৎক্ষণিক ১ জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়।