যশোরে রাসেল হত্যা মামলার আরো ২ আসামি আটক, পিচ্চি বাবুর জবানবন্দি নিয়ে তোলপাড়

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের সাব্বির হোসেন রাসেল হত্যা মামলার আরো দুই আসামিকে আটক করেছে পুলিশ। মতিয়ার রহমান ও সোহেল ফকির নামে ওই দুই আসামিকে গত রোববার রাতে আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এদিকে ইতোপূর্বে আটক রাসেল হত্যা মামলার আসামি পিচ্চি বাবুর আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জবানবন্দিতে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত লিটনের নাম পরিকল্পনাকারী ও অর্থদাতা হিসেবে প্রকাশ পেয়েছে। মূলত এ নিয়ে নানা গুঞ্জন চলছে ওই এলাকায়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশনস) আহসান উল্যাহ চৌধুরী জানান, রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মতিয়ার রহমান ও সোহেল ফকিরকে গত রোববার রাতে বালিয়া ভেকুটিয়া গ্রামে অভিযান চালিয়ে আটক করেন। সোহেল ফকির বালিয়া ভেকুটিয়া গ্রামের শানু ফকিরের ছেলে এবং মতিয়ার রহমান একই গ্রামের আবুল হোসেনের ছেলে। এ নিয়ে রাসেল হত্যা মামলার ৮ জন আসামিকে আটক করেছেন বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি পিচ্চি বাবুর গত ২২ এপ্রিল আদালতে দেয়া ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার সাথে জড়িত আরো কয়েকজনের নাম প্রকাশ পেয়েছে। এর মধ্যে অন্যতম বালিয়া ভেকুটিয়ার লিটন। তিনি সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। পিচ্চি বাবু জবানবন্দিতে লিটনের ভূমিকা সম্পর্কে উল্লেখ করেছেন ‘শহিদ ও লিটনের দিক নির্দেশনায় আমরা মারামারি করি। এ কাজের জন্য লিটন আমাদেরকে ১০ হাজার টাকা দিয়েছিলেন শামিরুলের মাধ্যমে। এরপর আমরা মারামারি করতে যাই’। সূত্র জানায়, বালিয়া ভেকুটিয়া গ্রামে আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম এবং যুবলীগ নেতা শহিদুজ্জামান শহিদ একে অন্যের প্রতিপক্ষ হিসেবে পরিচিত। নিহত রাসেল আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলাম পক্ষীয়। তার লাশ নিয়ে মিছিলেও শাহারুল ইসলামকে দেখা গেছে। কিন্তু শাহারুল ইসলাম পক্ষীয় রাসেল খুনের দিক নির্দেশনা ও অর্থদাতা হিসেবে একই পক্ষের লিটনের নাম প্রকাশ পাওয়ায় ওই এলাকায় তোলপাড় চলছে। এমনকী এ নিয়ে এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।