বাঘারপাড়ায় করোনা বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশের অভিযোগে যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়ায় করোনা ভাইরাস এবং সরকারি কার্যক্রম নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ফেসবুকে প্রকাশ করার অভিযোগে নুরুজ্জামান (৩৫) নামে এক যুবককে আটক হয়েছেন। গত শুক্রবার দুপুরে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করেন র‌্যাব সদস্যরা। তিনি একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নুরুজ্জামান তার ফেসবুক পেইজে করোনা ভাইরাস বিষয়ে সরকারি কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রীসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমালোচনা করে আসছেন। তিনি সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও জনগনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। এ কারণে তাকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি সোহেল পারভেজের নেতৃত্বে একটি টিম। গত শুক্রবার দুপুরে নারিকেলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।