যশোরে সুস্থ হবার আগেই ৭ করোনা রোগী হাসপাতাল ছেড়ে বাড়িতে

0

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসে আক্রান্ত ৭ রোগী স্বেচ্ছায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ছেড়ে বাড়ি ফিরে গেছেন। করোনা থেকে মুক্তি এবং সুস্থ হবার আগেই তারা সার্বক্ষণিক সরকারি তত্ত্বাবধান থেকে পারিবারিক তত্ত্বাবধানে চলে গেলেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২ মে যশোর জেলায় ৫টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৪ জন করোনা আক্রান্ত রোগী। এদের মধ্যে ১০ জন কেশবপুর হাসপাতালে, ৫ জন যশোর টিবি হাসপাতালে, ৫ জন চৌগাছা হাসপাতালে, ৩ জন মনিরামপুর হাসপাতালে ও ১ জন শার্শার বুরুজবাগান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে গতকাল সোমবার ৭ জন স্বেচ্ছায় আইসোলেশন ওয়ার্ড ছেড়ে বাড়ি ফিরে গেছেন। বাড়ি ফেরা রোগীদের মধ্যে রয়েছেন চৌগাছার ৫ জন ও কেশবপুরের ২ জন। সরকারি চিকিৎসা সেবায় সন্তুষ্ট হতে না পেরে তারা হাসপাতাল ছেড়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে যশোরের সিভিল সার্জন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, তারা স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়ে সরকারি নিয়ম মেনে বাড়ি ফিরে গেছেন। যথা নিয়মে এসব রোগী চিকিৎসাসেবা পাবেন। এদিকে, গতকাল ৮০টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে যশোর সিভিল সার্জন অফিসে। কোনটিতেই করোনা সংক্রমণের আলামত পাওয়া যায়নি। নতুন করোনা আরও ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে দু’জন চিকিৎসক রয়েছেন।