শার্শার বালুন্ডায় পলাশ বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও লুটের অভিযেোগ

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া, (যশোর)॥ যশোরের শার্শা উপজেলার বালুন্ডা দক্ষিনপাড়া গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে রুবেল হোসেন (২৫) সন্ত্রাসী হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যু যন্ত্রনায় ছটফট করছেন।। রুবেলের অভিযোগ, একই গ্রামের আলাউদ্দীনের ছেলে পলাশ (৩৩) সম্পর্কে তার আপন চাচাত ভাই। রুবেল এর পুর্বে পলাশের ফায় ফরমাস খাটতো। রেশা রেশির কারনে রুবেল পলাশের কাছ থেকে সরে এসে তার বাড়ীতে মুদীখানার দোকান দেয়।এতে তার সংসারে উন্নতি হতে থাকে। উন্নতি দেখে পলাশ হিংসায় জ্বলেপুড়ে মরে। এবং নানান ফন্দি ফিকির করতে থাকে। রুবেলের বিরুদ্ধে মাদক ব্যাবসার মিথ্যা অভিযোগ তোলে। সে গ্রামের বখাটে যুবক আনছার আলীর ছেলে মফিজুর (২৬) কে দিয়ে মোবাইলে প্রানে মারার হুমকী দেয়। সর্বশেষ গত শনিবার সকালে পলাশ ৫০ হাজার টাকার বিনিময়ে গ্রামের উঠতি মস্তান বালুন্ডা গ্রামের নজু বিশ্বাসের ছেলে শিমুল বিশ্বাস (২৪), মশিয়ার গাইনের ছেলে টিটু (২৬) , ও হারুনের ছেলে রানা (২৫) কে লেলিয়ে দিয়ে ব্যাপক মারপিট করায় এবং দোকান থেকে ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা রুবেলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে পলাশসহ ৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসী ও দোকান লুটের মামলা হয়েছে শার্শা থানায়। রুবেল জানায় পলাশ ও তার সঙ্গীরা মাদক সেবী।তারা নেশাকরে গ্রামে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।