মাখন রফতানিতে প্রবৃদ্ধি দেখবে নিউজিল্যান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ গত বছরের মন্দা ভাব কাটিয়ে চলতি বছর ঘুরে দাঁড়াতে পারে নিউজিল্যান্ডের মাখন রফতানি খাত। বছর শেষে দেশটি থেকে দুগ্ধপণ্যটির রফতানি বাড়তে পারে ১ শতাংশের বেশি। নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে যেখানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দুগ্ধ শিল্প চরম সংকটের মুখে রয়েছে, সেখানে নিউজিল্যান্ডের মাখন রফতানি বৃদ্ধির সম্ভাবনা আশার আলো দেখাচ্ছে। খবর এগ্রিমানি।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর নিউজিল্যান্ড থেকে সব মিলিয়ে ৪ লাখ ৯৫ হাজার টন মাখন রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ১ দশমিক ২০ শতাংশ কম। চলতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে দুগ্ধপণ্যটির রফতানি আগের বছরের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেড়ে পাঁচ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে মাখন রফতানি বাড়তে পারে পাঁচ হাজার টন।
নভেল করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভ করা দেশগুলোর তালিকায় নিউজিল্যান্ড শুরুর দিকে রয়েছে। এ পরিস্থিতি চলতি বছর বিশ্বের শীর্ষ মাখন রফতানিকারক নিউজিল্যান্ডকে আন্তর্জাতিক বাজারে ইইউভুক্ত দেশগুলোর তুলনায় এগিয়ে রাখছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।