যশোরের ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো শর্তসাপেক্ষে খোলার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ী নেতারা। রবিবার এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বার অব কমার্সের প্রশাসক মো. রফিকুল হাসান। স্মারকলিপিতে বলা হয়, গত ৪৫ দিন ধরে সারা দেশের মত যশোরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছেন জেলার সব ব্যবসায়ী। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা বেশি ঝুঁকির মধ্যে পড়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ীদের যেমন ঋণের বোঝা বাড়ছে। তেমনি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমন অবস্থায় ঈদকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানানো হয়। স্মারকলিপি দেবার সময় উপস্থিত ছিলেন, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, সাবেক নির্বাহী সদস্য আবদুল হামিদ চাকলাদার ইদুল, যশোর ছিট কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হোসেন প্রমুখ।