ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় ট্রাকের ধাক্কায় টিটু সরদার (৩৫) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ঝিকরগাছা-ছুটিপুর সড়কের হাড়িয়াদেয়াড়া তেতুলতলা নামকস্থানে। টিটু সরদার পৌরসদরের কৃষ্ণনগর গ্রামের মৃতঃ রাশেদ আলী সরদারের ছেলে। নিহতের পারিবারিক সুত্রে জানাগেছে, শনিবার রাতে নিজের মাছের ঘের থেকে টিটু সরদার তার ব্যবহৃত ভ্যাসপা মোটরসাইকেল যোগে নিজ বাড়ি কৃষ্ণনগর ফিরছিল। এসময় ঘটনাস্থলে পৌছলে বিপরিতদিক থেকে আসা ঘাতক ট্রাক নং ( ঢাকা মেট্টো ট ১৩-৫৬৯২) তাকে সজোরে ধাক্কা দেয়। এসময় মারাত্বক আহত অবস্থায় স্থানীয়রা টিটু সরদারকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আংকজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। রোববার সকাল ১১ টায় সম্মিলনী স্কুল মাঠে জানাজা শেষে টিটু সরদারের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।