পরিশ্রমে ক্ষেত্রে কোহলি-রোহিতের মতোই উদাহরণ মুশফিক

0

লোকসমাজ ডেস্ক॥ মুশফিকুর রহিমের পরিশ্রমের খবর জানেন না এমন ক্রিকেটপ্রেমি খুঁজে পাওয়া যাবে না। সবার আগে অনুশীলনে নামা। সবার পর অনুশীলন শেষ করার বহু ঘটনা রয়েছে মুশফিকের। এমনও ঘটনা আছে বাড়তি অনুশীলনের জন্য মুশফিক টিম বাসে না এসে ঘন্টা দুয়েক আগে মাঠে হাজির। ব্যক্তিগত অনুশীলন শেষে মুশফিক দলে যোগ দেন। আবার তাঁর জন্য দাঁড়িয়ে থাকে টিম বাসও! একটি ঘটনা তো এখনও তরতাজা। মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের শেষ ম্যাচে তাকে খেলানো হবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তও মুশফিক মেনে নেন। কিন্তু ম্যাচের আগের দিন সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলেন তিনি। নেটে ব্যাটিং করেছেন, দলের সঙ্গে ফিল্ডিং করেছেন। এছাড়া বাড়তি ফিটনেস ট্রেণিং তো আছেই।
দলের সতীর্থরা প্রায়ই বলেন মুশফিকের মতো পরিশ্রমী ক্রিকেটার বাংলাদেশে দ্বিতীয়টা নেই! এবার তামিম সরাসরি মুশফিকের প্রশংসা করলেন। অনুপ্রাণিত করলেন অন্যদের। জানালেন পরিশ্রমের ক্ষেত্রে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো মুশফিক হতে পারেন বাংলাদেশের সব ক্রিকেটারের জন্য অনুকরণীয়। ইনস্টাগ্রাম লাইভে তামিম বলেন,‘আমাদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রমী মুশফিক। আমি কখনো তার মতো পারবো না। আমার খেলার জন্য যতটুকু দরকার আমি ততটুকু করার চেষ্টা করি। সবাই বিরাট কোহলি, রোহিত শর্মার উদাহরণ দেয়। কিন্তু আমাদের বেশিদূর যাওয়ার দরকার নেই। মুশফিককে দেখলেই অনেক অনুপ্রাণিত হওয়া যায় একটা মানুষ কিভাবে এত পরিশ্রম করতে পারে।’ বাড়তি অনুশীলনের কারণ জানিয়ে মুশফিক বলেন,‘তামিম, সাকিব কিংবা মাহমুদউল্লাহর মতো আবার বিশেষ প্রতিভা নেই। এটা সব সময় বিশ্বাস করি। এজন্য ওই জায়গায় যেতে হলে আমাকে বাড়তি কিছু করতে হবে। সাফল্য সৃষ্টিকর্তা আমাকে দেয়। এজন্য আমি মনে করি ওই কাজগুলো করলে আমি কিছুটা একটা পাই।’