এবার এভারেস্টে ফাইভ-জি সেবা পাবেন পর্বতারোহীরা

    0

    লোকসমাজ ডেস্ক॥ মাউন্ট এভারেস্টে বিশ্বের সবচেয়ে বড় ফাইভ-জি নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। যা ৬ হাজার ৫০০ মিটার উচ্চতায় স্থাপন করা হয়েছে। ফলে সেখানে গিয়েও এখন মোবাইলে ফাইভ-জি সেবা পাবেন পর্বতারোহীরা। গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ফাইভ-জি সেবা থেকে উপকৃত হবেন অভিযাত্রী ও গবেষকরা। সেবাটি চালু করেছে হুয়াওয়ে ও চায়না মোবাইল হংকং।চায়না মোবাইলের তিব্বত শাখার প্রধান জাউ মিন সংবাদমাধ্যমকে জানান, ফাইভ-জি সেবা বাণিজ্যিকভাবে চালুকরণে পর্বত অভিযাত্রী, পর্যটক ও এলাকার মানুষ এর থেকে উপকৃত হবেন।
    সংস্থাটি বলছে, এর মাধ্যমে পর্বতারোহীদের ফাইভ-জি নেটওয়ার্ক দিয়ে তাদের আত্মীয় ও বন্ধুদের সঙ্গে ফোরকে কোয়ালিটি সম্পন্ন সরাসরি ভিডিও সম্প্রচার করার স্বপ্ন পূরণ হবে।এ ব্যাপারে উদ্যোক্তা প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, ৫৩০০ মিটার উচ্চতায় ফাইভ-জি’র ডাউনলোড স্পিড হবে ১.৬৬ গিগাবাইটের বেশি। অন্যাদিকে আপলোড স্পিড হবে ২১৫ এমবিপিএস।