মোংলায় বিকাশের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক ১

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা॥ মোংলায় প্রতারণার মাধ্যমে বিকাশ গ্রাহকদের টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিয়াম চৌধুরী (২২) নামেক এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরতলীর সামছুর রহমান সড়ক থেকে ব্যবহৃত মোবাইলসহ ওই প্রতারককে আটক করা হয়। এ ছাড়া শুক্রবার সকালে আলাদা অভিযান চালিয়ে মোংলায় করোনা ভাইরাস সংক্রমণ এবং সরকারি পদপে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করছে র‌্যাব-৬। উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি থেকে মজিবুর রহমান মোল্লার ছেলে তাঞ্জিরুল ইসলাম নয়ন (২২) নামের ওই যুবকে আটক করা হয়। দুপুরে মোংলা থানায় হস্তান্তর করেছে র‌্যার ৬ সদস্যরা। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, উপজেলার বৈদ্যমারী ও জয়মনি এলাকার ২০ থেকে ২৫ জন নারী প্রত্যেকে চলতি মাসে মোবাইল ফোনের বিকাশ একাউন্টে ৭২০০ টাকা করে মাতৃত্বকালীন ভাতা পায়। গত ২৭ এপ্রিল থেকে কয়েক দফায় বিভিন্ন কৌশলে ডিজিটাল প্রতারক চক্রের সদস্যরা এ সকল নারীদের বিকাশ একাউন্ট নাম্বার হ্যাক করে প্রত্যেকের টাকা কৌশলে তুলে নেয়। গত ২৮ এপ্রিল এ ঘটনায় জয়মনি গ্রামের পলি রানী মল্লিক নামের এক নারী মোংলা থানায় সাধারণ ডায়রি করেন। ওই ডায়রির সূত্র ধরে পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ ডিজিটাল প্রতারক চক্রের সন্ধান পেয়ে অভিযান চালিয়ে মূল হোতা সিয়াম চৌধুরীকে আটক করে।