খাজুরার জহুরপুরে কৃষকের ধান কাটলো ছাত্রলীগ

0

খাজুরা (যশোর) প্রতিনিধি॥ বৈরী আবহাওয়া ও করোনাভাইরাসে কারণে দেশের মানুষ যখন ঘরবন্দি, ঠিক তখনই বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছে প্রান্তিক কৃষকেরা। দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন দুর্দিনে যশোরের বাঘারপাড়া উপজেলায় কৃষকের ধান কাটতে মাঠে নেমেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শুক্রবার উপজেলা ছাত্রলীগের সম্পাদক বিএম শাহজালালের নেতৃত্বে খাজুরার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুরে ফয়েজ হোসেন ও আকরাম আলী নামের দুই বর্গাচাষীর ৫০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।
বিএম শাহজালাল জানান, করোনার সংক্রমণের ঘরবন্দি সকল মানুষ। এই মুহূর্তে শ্রমিক সংকটের কারণে বোরো মৌসুমের ধান কাটতে পারছে না কৃষক। এমন দুর্দিনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যশোর-০৪ আসনের সাংসদ রনজিত কুমার রায়ের আহবানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে তারা ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছে।  পুরো বোরো মৌসুমে ধান কাটা এ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে তিনি (শাহজালাল) আরও বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে ধান কাটার কাজে ছাত্রলীগের ইউনিট রয়েছে। প্রান্তিক কৃষকেরা স্ব-স্ব এলাকার ইউনিটকে অবহিত করলে ধান পাকার ভিত্তিতে সিরিয়াল অনুযায়ী ধান কেটে দেওয়া হবে।