কেশবপুরে বাড়িতে হামলা ও লুটপাট আহত ৪, আটক ১

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা মারধর ,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় গৃহবধূসহ চার জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা করেছেন আহত হুমায়ুন কবীর। পুলিশ মামলার আসামি মাসুদুজ্জামান ওরফে মাসুম বিল্লাহকে(৩৮) আটক করেছে।
জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের মৃত আব্দুর রশীদ সরদারের ছেলে হুমায়ুন কবীরের সাথে একই গ্রামের মৃত আনোয়ার আলী সরদারের ছেলে সেলিম রেজা মনির টাকা পয়সার লেনদেন ছিলো। পরে তাকে চেক দিলে ব্যাংকে ডিজঅনার হয়। এক পর্যায়ে যশোরে আদালতে চেক ডিজ অনার মামলা করেন হুমায়ুন কবীর। এ মামলার জের ধরে সেলিম রেজা মনির নেতৃত্বে তার ভাই মাসুদুর রহমান ওরফে মাসুম বিল্লাহ, হাদীউজজ্জামান, শাহিদুজজ্জামান, একই গ্রামের ফারুকুজ্জামানের ছেলে শহিদুজ্জামান ১ মে দেশীয় অস্ত্র নিয়ে হুমায়ুন কবীরের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে হুমায়ুন কবীর প্রতিবাদ করেন। তারা হুমায়ুন কবীর, তার ছেলে মেহেরব হোসেন (১৮) তার ভাই আসাদুজ্জামন মুকুল(৫২) ও হুমায়ুন কবীরের স্ত্রী হাফিজা বেগমকে মারধর করে সোনার চেন ছিনিয়ে নেয়। তারা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়। এ ঘটনায় আহত হুমায়ুন কবীর থানায় ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। মামলার এক নম্বর আসামি মাসুদুজ্জামান ওরফে মাসুমবিল্লাহ(৩৮)কে আটক করে পুলিশ।